অ্যাকসেসিবিলিটি লিংক

পটুয়াখালীতে খাস জমি থেকে সাবেক এমপির বাসভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ


পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে, মঙ্গলবার (১৯ জুলাই) জেলা প্রশাসন অভিযান চালিয়ে, খাস জমি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির একটি বাড়িসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইউমের নেতৃত্ব, জেলা প্রশাসনের এই অভিযান চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি বা ব্যক্তিগত সত্তার, খাস জমি ভোগ করার অধিকার নাই।

ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম জানান, “খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

অভিযানের সময় উপস্থিত ছিলেন, গলচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার, গলচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার।

XS
SM
MD
LG