অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপিকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, তবে এই ইসির সঙ্গে সংলাপ নয়: মির্জা আব্বাস


জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আলোচনায় আমন্ত্রণ জানানোয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ধন্যবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। তবে, সরকার পরিবর্তন না হলে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কোনো সংলাপে অংশ নেবেন না বলেও জানিয়েছেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “আজ (২০ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যোগ দিতে, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা এতে অংশ নিইনি। কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না, জানি না, মানিও না।”

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির মির্জা আব্বাস বলেন, “বিএনপি চায় বর্তমান সংসদ ভেঙে দিয়ে, বর্তমান সরকারের বিদায়ের পর, নতুন সরকারের অধীনে ইসি পুনর্গঠিত হোক। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা সেই কমিশনের আয়োজনে সংলাপে যোগ দেব।”

বিএনপিকে বারবার ইসিতে আমন্ত্রণ জানানো হবে; সিইসির এমন মন্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, “আমরা আপনাকে (সিইসি) সাধুবাদ জানাই। আপনি বিএনপিকে বারবার আমন্ত্রণ জানাবেন; কারণ বিএনপি ছাড়া নির্বাচন করতে পারবেন না।”

XS
SM
MD
LG