অ্যাকসেসিবিলিটি লিংক

এথেন্সের উপকণ্ঠে দমকলকর্মীরা বিশাল দাবানল নেভানোর চেষ্টা করছে


একজন অগ্নিনির্বাপক কর্মী এথেন্সের কাছে পালিনিতে দাবানল নেভানোর কাজ করছে। ২০ জুলাই, ২০২২।
একজন অগ্নিনির্বাপক কর্মী এথেন্সের কাছে পালিনিতে দাবানল নেভানোর কাজ করছে। ২০ জুলাই, ২০২২।

এথেন্সের কয়েকটি পাহাড়ের উপকণ্ঠে বিশাল দাবানল নেভানোর জন্য প্রায় ৫শ জন অগ্নিনির্বাপক কর্মী এবং ১শটিরও বেশি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। গ্রিসের রাজধানী থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তরে অবস্থিত মাউন্ট পেন্টেলির পাদদেশে মঙ্গলবার থেকে আগুন জ্বলছে। শক্তিশালী বাতাসের কারণে দাউ দাউ করে আগুন জ্বলছে, যার ফলে আগুন নেভাতে অগ্নিনির্বাপক বিমানের প্রচেষ্টা জটিল হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা আশেপাশের বেশ কয়েকটি এলাকা থেকে কমপক্ষে ৬শ জনকে সরিয়ে নিয়েছে, সেইসাথে একটি হাসপাতাল এবং এথেন্সের ন্যাশনাল অবজারভেটরি এবং পেন্টেলি শহরতলির দিকে যাওয়ার যান চলাচলও বন্ধ করে দিয়েছে।

একটি তাপপ্রবাহের কারণে গত বছর দাবানল সংঘটিত হয় যা গ্রিস জুড়ে ১ লাখ হেক্টর বন ও গুল্মভূমি ধ্বংস করেছিল।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG