অ্যাকসেসিবিলিটি লিংক

বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ঢাকা দক্ষিণ সিটি’র অভিযান


গত ২৪ বছর ধরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায়, বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২০ জুলাই) ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

ডিএসএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ডিএসসিসি’র হোল্ডিং ট্যাক্স পরিশোধ করছে না গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এর ফলে, ২৪ বছরে হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া দাঁড়ায় দুই কোটি ৪০ লাখ ২৩ হাজার ১১০ টাকা।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান বলেন, “এই বকেয়া পরিশোধে বিগত দেড় বছরে অনেক পত্র, তাগিদপত্র ও ক্রোকি নোটিশ প্রদান করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে অনেকটাই নির্বিকার। বকেয়া পরিশোধ না করায়, হাসপাতালটি সিলগালা করার জন্য আমরা অভিযান পরিচালনা করি।”

“অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষ ১০ লাখ টাকা পরিশোধ করেছে এবং মেয়রের সঙ্গে আলোচনা করে বাকি বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে;” জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান।

XS
SM
MD
LG