অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু


ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হয়ে ইতিহাসে নাম লেখালেন দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তিনি। আগামী ২৫ জুলাই তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

গোটা ভারতের নজর ছিল এই নির্বাচনের ফলের দিকে। যদিও প্রত্যাশা মতোই ফল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। বৃহস্পতিবার সকাল এগোরাটা থেকে গণনা শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, মার্জিনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।

৫০ শতাংশের বেশি ভোটে জয় পান দ্রৌপদী মুর্মু। বিজেপি সূত্রে খবর, দলের দিল্লীর সদর দপ্তরেও দ্রৌপদীর জয় উদযাপনের আয়োজন চলছে। সব রাজ্য পার্টিকেও বলা হয়েছে, চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় দফতরে মিষ্টিমুখ কর্মসূচি পালন করতে।

XS
SM
MD
LG