ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি তার ঐক্য সরকারের ভগ্নাংশকে একত্রিত করার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট দ্রাঘির পদত্য্যাগপত্র গ্রহণ করেছেন কিন্তু তাকে তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকতে বলেছেন
এই পরিবর্তনের অর্থ হতে পারে, ইতালি পরের বছর অনুষ্ঠিতব্য নির্ধারিত ভোটের পরিবর্তে কয়েক মাসের মধ্যে একটি সংসদীয় নির্বাচনের দিকে যাচ্ছে।
ইতালি করোনা ভাইরাস মহামারী এবং ক্ষীণ অর্থনীতির প্রভাব মোকাবিলা করার সময় অর্থাৎ ২০২১ সালে দ্রাঘি প্রধানমন্ত্রী হয়েছিলেন।
মাতারেলা গত সপ্তাহে দ্রাঘির পদত্যাগের পূর্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং ক্ষমতাসীন জোটকে একসাথে রাখার উদ্দেশে আইনপ্রণেতাদের কাছে আবেদন করার জন্য দ্রাঘিকে অনুরোধ করেছিলেন।
কিন্তু বেশ কয়েকটি প্রধান দল আস্থা ভোট বর্জন করে যা দ্রাঘিকে তার পদত্যাগপত্র জমা দিতে প্ররোচিত করে।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।