অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা নিয়ে গণশুনানি করবে দুর্নীতি দমন কমিশন


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সেবা নিয়ে আবার গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ আগস্ট মেডিকেল কলেজের শাহ বীর উত্তম মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

কয়েক বছর বিরতির পর, আবার গণশুনানি ফিরছে এই হাসপাতালে। এ জন্য হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স স্থাপন করা হচ্ছে। হাসপাতালের মূল প্রবেশ পথে, নিচতলার ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে এবং আরও কয়েকটি স্থানে অভিযোগ বাক্সগুলো স্থাপন করা হবে।

এসব অভিযোগ বাক্সে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি-হয়রানি ও অনিয়ম দুর্নীতির তথ্য সেবা গ্রহীতারা লিখিত ভাবে জমা দিতে পারবেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমু সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানি-ভোগান্তির শিকার হয়ে থাকলে এবং অনিয়ম-দুর্নীতির তথ্য থাকলে তা লিখিত আকারে অভিযোগ বাক্সে ফেলার অনুরোধ জানিয়েছেন দুদকের এ কর্মকর্তা। নাজমু সাদাত বলেন, “গণশুনানির দিন উপস্থিত হয়েও সেবা গ্রহীতারা সরাসরি অভিযোগ করতে পারবেন।”

এ বিষয়ে সেবাগ্রহীতা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন দুদকের উপপরিচালক নাজমু সাদাত।

৩ আগস্টের গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি থাকবেন দুদক মহাপরিচালক একে এম সোহেল। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই গণশুনানিতে সভাপতিত্ব করবেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এবং হাসপাতাল কর্মকর্তারা শুনানিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দুদক, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমু সাদাত।

XS
SM
MD
LG