অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বিক্রমাসিংহে


শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতরের দেওয়া এই ছবিতে, শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহেকে কলম্বোতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে, ২১ জুলাই ২০২২।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতরের দেওয়া এই ছবিতে, শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহেকে কলম্বোতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে, ২১ জুলাই ২০২২।

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে রানিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার শপথ নেন। এর মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত নেতা গোতাবায়া রাজাপাকসের দফতরের দায়িত্ব গ্রহণ করলেন।

সংসদ সদস্যরা বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করার একদিন পর তিনি দায়িত্ব পালনের শপথ গ্রহণ করলেন।

এই মাসে রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে পদত্যাগের করার পর, ছয়বারের প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কার উচ্চপদস্থ নেতাদের পদত্যাগের দাবিতে কয়েক মাসের বিক্ষোভের পর রাজাপাকসে পদত্যাগ করেছিলেন।

XS
SM
MD
LG