অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া পুনরায় পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে


জার্মানির লুবমিনে নর্ড স্ট্রিম, বাল্টিক সাগর পাইপলাইন এবং ওপাল গ্যাস পাইপলাইনের স্থানান্তর স্টেশন। ২১ জুলাই, ২০২২।
জার্মানির লুবমিনে নর্ড স্ট্রিম, বাল্টিক সাগর পাইপলাইন এবং ওপাল গ্যাস পাইপলাইনের স্থানান্তর স্টেশন। ২১ জুলাই, ২০২২।

রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন বন্ধ রাখার পরে রাশিয়া বৃহস্পতিবার নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে পুনরায় ইউরোপে প্রাকৃতিক গ্যাস প্রবাহ শুরু করেছে।

জার্মানির জ্বালানি নিয়ন্ত্রকের প্রধান ক্লাউস মুলার টুইট করেছেন, বন্ধ হওয়ার আগের স্তরের মতো গ্যাস প্রবাহ ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাজপ্রম কানাডায় একটি গ্যাস টারবাইনের মেরামত শেষ না হওয়াকে গ্যাসের এই হ্রাসের জন্য দায়ী করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, গ্যাজপ্রম তার সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করবে। তবে এই মাসের শেষের দিকে অন্য টারবাইনের কাজের জন্য গ্যাস সরবরাহ আরও হ্রাস হতে পারে বলে বলে তিনি সতর্ক করেন।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার ওপর পশ্চিমা চাপের প্রতিক্রিয়ায় রাশিয়ার সরবরাহ বন্ধ করার সরবরাহ সম্পর্কে সতর্ক করেছেন।

ইইউ সদস্য দেশগুলোকে স্বেচ্ছায় গ্যাসের ব্যবহার কমাতে বলেছে, এবং বিকল্পের সন্ধান করতে ও শীতের মাসগুলোর জন্য বিদ্যমান সরবরাহ সংরক্ষণ করতে বলেছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG