অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন: রাশিয়ার গোলাগুলিতে খারখিভে ২ জন নিহত


ইউক্রেনের খারকিভের বারাবশোভো বাজারে রাশিয়ার গোলাগুলিতে একজন নারী তার স্বামী নিহত হওয়ার পরে কাঁদছেন। ২১ জুলাই, ২০২২।

বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ২ জন নিহত ও ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে এবং ৪ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রুশ বাহিনী ডনবাস অঞ্চলে ফ্রন্ট লাইন বরাবর ক্ষুদ্র আকারের আক্রমণ চালিয়ে যাচ্ছে। পূর্ব ইউক্রেনের এই অঞ্চল রাশিয়ার যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেছেন, মস্কো পূর্ব ডনবাস অঞ্চলের বাইরে দক্ষিণ ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে চায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সরকারের পতন ঘটাতে বা উত্তর ইউক্রেনে রাজধানী কিয়েভ দখল করতে তাদের ৫ মাসব্যাপী আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাশিয়া ব্যর্থ হয়েছে।

তবে লাভরভ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া এখন আর ডনবাসে লড়াই করতে অপ্রস্তুত বোধ করে না। সেখানে রুশ বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ দখল করার সময় থেকে অর্থাৎ ২০১৪ সাল থেকে কিয়েভের বাহিনীর সাথে লড়াই করছে।

বুধবার যুক্তরাষ্ট্র আরও ৪টি রকেট সিস্টেম এবং আরও আর্টিলারি রাউন্ড ইউক্রেনে পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আভাস দিয়েছে যে, রাশিয়া “ইউক্রেনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন করে তাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করার ভিত্তি স্থাপন করছে।”

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG