অ্যাকসেসিবিলিটি লিংক

কনসার্ট ফর বাংলাদেশ বিশ্বকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


জর্জ হ্যারিসন, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তৎকালীন পূর্ব পাকিস্তানি শরণার্থীদের জন্য একটি বেনিফিট কনসার্টে পারফর্ম করছেন, তার পেছনে রয়েছেন, বাম থেকে ডানে: ক্লাউস ভুরম্যান (বেস), জেসি এড ডেভিস (গিটার), এবং এরিক ক্ল্যাপটন (গিটার)। ১লা আগস্ট, ১৯৭১।
জর্জ হ্যারিসন, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তৎকালীন পূর্ব পাকিস্তানি শরণার্থীদের জন্য একটি বেনিফিট কনসার্টে পারফর্ম করছেন, তার পেছনে রয়েছেন, বাম থেকে ডানে: ক্লাউস ভুরম্যান (বেস), জেসি এড ডেভিস (গিটার), এবং এরিক ক্ল্যাপটন (গিটার)। ১লা আগস্ট, ১৯৭১।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আয়োজিত দাতব্য অনুষ্ঠান ‘কনসার্ট ফর বাংলাদেশ’ যুদ্ধের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাপী খবর ছড়িয়ে দিতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশের রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে, ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিক-লেখক শামীম আল আমিন পরিচালিত ‘একটি দেশের জন্য গান’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আব্দুল মোমেন বলেন, “মুক্তিযুদ্ধের সময় অনেক বিদেশি নাগরিক ও তাদের দেশ, আমাদের সমর্থন করে এবং আর্থিক সহায়তা দেয়। এ রকম একটি ব্যতিক্রমী উদাহরণ ছিল ১৯৭১ সালে নিউইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এতে ৪০ হাজার দর্শক অংশগ্রহণ করেন। এই কনসার্ট বিশ্বের কাছে বাংলাদেশের নাম ছড়িয়ে দেয় এবং মানুষ প্রকৃত পরিস্থিতি জানতে পারে।”

ড. মোমেন বলেন, “১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, বিশ্ববিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও ব্রিটিশ গায়ক-গীতিকার ও আইকনিক ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’ এর লিড গিটারিস্ট জর্জ হ্যারিসনের যৌথ উদ্যোগে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়।”

‘একটি দেশের জন্য গান’ প্রামাণ্যচিত্রে এটিকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রীআব্দুল মোমেন। তিনি বলেন, “এই একটি বিশেষ কনসার্টের কারণে যুদ্ধের আসল ভয়াবহ চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এমনকি এখনও আমেরিকার রাস্তায় ‘বাংলাদেশ’ গানটি শোনা যায়। এই কনসার্টের পর বহু দেশ বাংলাদেশকে সমর্থন করতে শুরু করে। আমাদের বিদেশি বন্ধু ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থনে কাজ করা প্রবাসীদের সহযোগিতায় আমরা একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু করি।”

প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূরের ধারাভাষ্যে, এই প্রামাণ্যচিত্রে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ কনসার্টের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিক সাক্ষাৎকার রয়েছে।

XS
SM
MD
LG