অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৭ জন নিহত


২০২২ সালের ২৩ শে জুলাই ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটি (আরসিএস) থেকে পাওয়া এই ছবিতে দেখা যাচ্ছে , দক্ষিণ ইরানে বন্যার পর উদ্ধারকর্মীরা একটি নদীর তীর ধরে অনুসন্ধান করছেন।
২০২২ সালের ২৩ শে জুলাই ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটি (আরসিএস) থেকে পাওয়া এই ছবিতে দেখা যাচ্ছে , দক্ষিণ ইরানে বন্যার পর উদ্ধারকর্মীরা একটি নদীর তীর ধরে অনুসন্ধান করছেন।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, দেশটির খরা কবলিত দক্ষিণ ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

শহরের গভর্নর ইউসুফ কারেগারের মতে, ভারী বৃষ্টিপাতের ফলে এস্তাবান শহরের পাশে রুডবল নদী ফুলেফেঁপে উঠেছে।

তিনি জানান, উদ্ধারকারী দল আকস্মিক বন্যায় আটকা পড়া ৫৫ জনকে উদ্ধার করেছে, তবে কমপক্ষে ছয়জন এখনও নিখোঁজ রয়েছে।

ইরানের আবহাওয়া দপ্তর সারা দেশে ভারী মৌসুমি বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছিল। দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে কয়েক দশক ধরে খরার মুখোমুখি হচ্ছে। তাছাড়া ব্যাপকভাবে নদী তীরবর্তী ভবন ও রাস্তা নির্মাণের ফলে আকস্মিক বন্যার বিপদও বৃদ্ধি পেয়েছে।

২০১৮ সালের মার্চ মাসেও ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ৪৪ জনের মৃত্যু হয়।

XS
SM
MD
LG