অ্যাকসেসিবিলিটি লিংক

বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে, রপ্তানিমুখী মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে, তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা মৎস্য প্রক্রিয়াজাতকরণ করতে পারি বা মাছ থেকে বিভিন্ন ধরণের পণ্য তৈরি করতে পারি এবং সেগুগুলো রপ্তানি করতে পারি।” রবিবার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

নতুন প্রজন্ম এমন শিল্প স্থাপনে আরও এগিয়ে আসবে এবং তাদের উদ্যোগ বেকারদের জন্য কর্ম সৃজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, “মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের চাহিদা পূরণেও অবদান রাখবে। আমি বিশ্বাস করি, এইভাবে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিতে সক্ষম হব।”

XS
SM
MD
LG