অ্যাকসেসিবিলিটি লিংক

নয় মাস পর ভারতীয় চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ


নয় মাস পর, ভারত থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ। শনিবার (২৩ জলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতীয় চালের আমদানি শুরু হয়েছে। প্রথম দিন এলসির আওতায় ১০৫ মেট্রিক টন চাল নিয়ে তিন ট্রাক বাংলাদেশের বন্দরে আসে। এতে করে, ঊর্ধ্বমুখী চালের বাজার স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, “৯ মাস চাল আমদানি বন্ধ ছিল। আমদানি করা ভারতীয় চাল দ্রুত বাজারজাত করা হলে, চালের দর কমে আসবে।”

হিলি আমদানি ও রপ্তানিকারক( সিএন্ডএফ) গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, “লেটার অব ক্রেডিট (এলসি) প্রক্রিয়া শুরু হওয়ায়, শনিবার থেকে চাল আসা শুরু হয়েছে।”

উল্লেখ্য, দিনাজপুরের খুচরা বাজারে গুটি স্বর্ণা ৪৬ টাকা, বিআর-২৯ জাত ৪৬ টাকা, মিনিকেট ৬৪ টাকা, বিআর-২৮ চাল ৫৬ টাকা, সম্পা কাটারি-৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

XS
SM
MD
LG