আগামী ২০৩০ সাল পর্যন্ত বনের কোন গাছ না কাটার জন্য, সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, “অবৈধভাবে বনের গাছ কাটা বন্ধ না হলে, এসডিজি লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।”
জাতীয় বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এ কথা বলেন। বনমন্ত্রী বলেন, “আগে মানুষ কম ছিল, বন বেশি ছিল। এখন হিসাব বদলেছে। বনে বসবাস করা আদিবাসীরাও বনের ভেতর বড় জনপদ গড়ে তুলছেন। বর্তমানে আমাদের বনের হার ১৪ দশমিক ২ শতাংশ। আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনায়ন। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বনায়নের যে লক্ষ্য, তা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ কাটা যাবে না।”
মো. শাহাব উদ্দিন বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের অংশ হিসেবে, বনের জবরদখল উচ্ছেদ, বৃক্ষহীন ও অবক্ষয়িত বনভূমি, প্রান্তিকভূমি এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক বনায়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”