অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে এক অবিবাহিত নারীকে ডিম্বাণু হিমায়িত করতে অনুমতি দেয়া হয়নি


তেরেসা জু চীনের বেইজিং-এ চাওয়াং পিপলস কোর্টে একটি আদালতের অধিবেশনে যোগদানের আগে “গর্ভ আমার, সিদ্ধান্ত আমার” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২১। ফাইল ছবি।
তেরেসা জু চীনের বেইজিং-এ চাওয়াং পিপলস কোর্টে একটি আদালতের অধিবেশনে যোগদানের আগে “গর্ভ আমার, সিদ্ধান্ত আমার” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২১। ফাইল ছবি।

একটি চীনা আদালত রায় দিয়েছে যে, একজন অবিবাহিত নারীর ডিম্বাণু হিমায়িত করতে একটি হাসপাতাল অস্বীকার করায় উক্ত নারীর কোনো অধিকার লঙ্ঘ্ন করা হয়নি।

২০১৮ সালে তেরেসা জু (তখন তার বয়স ছিল ৩০ বছর) ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির বেইজিং প্রসূতি ও গাইনোকলজি হাসপাতালে তার ডিম্বাণু হিমায়িত করে রাখতে চেয়েছিলেন। এ পদ্ধতিতে ডিম্বাণু হিমায়িত করে রাখলে পরবর্তীতে তিনি ওই ডিম্বাণু ব্যবহার করে সন্তান ধারণ করতে পারতেন।

জু অবিবাহিত হওয়ায় হাসপাতাল ওই পদ্ধতিতে তার ডিম্বাণু হিমায়িত করতে অস্বীকৃতি জানায়। কারণ চীনে যে সকল বিবাহিত নারীর প্রজনন সংক্রান্ত সমস্যা রয়েছে তারাই কেবল ডিম্বাণু হিমায়িত করার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

জু বলেন, ডিম্বাণু হিমায়িত করার পদ্ধতির পরিবর্তে হাসপাতালের কর্মীরা তাকে একটি শিশুর জন্ম দিতে উৎসাহিত করেছিল, যদিও একক মায়েরা প্রায়ই চীনা সমাজ এবং সরকারের কাছ থেকে সমস্যার সম্মুখীন হন।

জু যাতে তার কর্মজীবনে মনোনিবেশ করতে পারেন সেজন্য তার ডিম্বাণু হিমায়িত করে রাখতে চেয়েছিলেন।

বিবিসি জানিয়েছে, জু এই পদ্ধতির জন্য বিদেশে যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু তিনি আবিষ্কার করেন যে এটি বেশ ব্যয়বহুল।

২০১৯ সালে তিনি আদালতের সহায়তা চান।

জু বলেছেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, “অবশ্যই এমন একটি দিন আসবে [যখন] আমরা আমাদের নিজেদের দেহের সার্বভৌমত্ব ফিরিয়ে নেব।”

XS
SM
MD
LG