অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে ক্যাম্পাসে গুলি, নিহত ৩


২৪ জুলাই, ২০২২ তারিখে ফিলিপাইনের আতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে গুলি বর্ষণের পর পুলিশের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে।
২৪ জুলাই, ২০২২ তারিখে ফিলিপাইনের আতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে গুলি বর্ষণের পর পুলিশের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে।

রবিবার ফিলিপাইনের পুলিশ বলেছে, রাজধানী অঞ্চলে এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে এক বন্দুকধারীর গুলিবর্ষণে একজন সাবেক মেয়র এবং আরও দুইজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছে দুটি পিস্তল ছিল। একটি গাড়িতে করে কুইজন সিটির আতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয় থেকে পালানোর চেষ্টার সময় বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ তাকে ধরে আটকে ফেলে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় লকডাউন করে অনুষ্ঠানটি বাতিল ঘোষনা করা হয়।

দ্বায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের বক্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলেকজান্ডার গেসমুন্ডোকে রাস্তা থেকেই ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই হামলার দ্রুত তদন্ত এবং হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সোমবারও কুইজন শহরের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করে মার্কোস জুনিয়র বলেন,"আতেনিও গ্র্যাজুয়েশনের আজকের ঘটনায় আমরা মর্মাহত এবং দুঃখিত।"

হামলায় নিহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ বাসিলান প্রদেশের লামিটান শহরের সাবেক মেয়র রোসিতা ফিউরিগে, তার সহযোগী এবং বিশ্ববিদ্যালয়ের একজন প্রহরী। পুলিশ রিপোর্টে বলা হয়, স্নাতক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফিউরিগার মেয়েও এতে আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

তদন্ত চলাকালে কুইজন সিটি পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেমুস মেদিনা বলেন, মনে হচ্ছে ফিউরিগের সাথে দীর্ঘদিনের বিরোধের সুত্রে আপাতদৃষ্টিতে মেডিকেল ডাক্তার, এই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে।

XS
SM
MD
LG