অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের খোলা বাজারে ডলারের বিনিময় মূল্য ১০৫ টাকা


বাংলাদেশের খোলা বাজারে ডলার সংকট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলো স্থিতিশীল বিনিময় হারের দাবি জানিয়েছে। তাদের এ দাবি সত্ত্বেও, প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে ১০৫ টাকা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) থেকে এক টাকা বেড়ে সোমবার (২৫ জুলাই) খোলা বাজারে এক ডলার বিক্রি হয়েছে ১০৫ টাকায়; যা এ যাবৎকালের সর্বোচ্চ বিনিময় মূল্য।

খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, বিপুল সংখ্যক মানুষ ডলার কেনার জন্য ঘুরছেন। এ মুহূর্তে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করতে পারছেন না তারা।

আনোয়ার আলী নামে খোলা বাজারের এক ডলার বিক্রেতা বলেন, “ডলার ব্যবসায় একটি সিন্ডিকেট সক্রিয়। তারা কাঙ্ক্ষিত দাম পেলেই কেবল ডলার বিক্রি করছে।

রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় ডলার বিক্রি করেন আনোয়ার আলী। তিনি জানান, “পর্যটক, ক্ষুদ্র আমদানিকারক, শিক্ষার্থী, চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খোলা বাজার থেকে ডলার কিনছেন।”

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে, বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি ও মুদ্রানীতি শিথিল করার পদক্ষেপ নেয়। তা সত্ত্বেও বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল হয়নি।

XS
SM
MD
LG