কেনিয়ার স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে যে, একটি বাস এক সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাঁড়িতে ৪০ মিটার নিচে পড়ে গেলে, বাসটিতে আরোহী ৩৪ জন যাত্রী নিহত হয়েছেন।
ঐ বাসটি মডার্ন কোস্ট কোম্পানীর মালিকানাধীন। মধ্যঞ্চলের মেরু শহর থেকে উপকূলবর্তী মোমবাসা শহরে যাচ্ছিল সেটি।
সোমবার সকালে উদ্ধার অভিযান পুনরায় চালু হয়। উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ ছাড়াও জীবিতদেরও উদ্ধার করতে সক্ষম হন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
আহত কয়েকজন কাছের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দ্য ডেইলি নেশন তাদের প্রতিবেদনে জানায় যে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে বাসটির ব্রেক-ফেল হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, নদীতে পড়ে যাওয়ার আগে বাসটির চালক সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
রয়টার্স জানিয়েছে যে কেনিয়ার পরিবহন নিয়ন্ত্রক সংস্থাটি দুর্ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত মডার্ন কোস্টের মালিকানাধীন সকল বাসের চলাচল স্থগিত করেছে।
কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেইফটি অথরিটি-র তথ্য থেকে দেখা যায়, ২০২২ সালের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ১,৯৬৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়কালে ১,৮০০ জনের মৃত্যু হয়েছিল।
জাতীয় পরিসংখ্যান ব্যুরো’র তথ্য অনুযায়ী, গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪,৫৭৯ জনের মৃত্যু হয়। ২০২০ সালে এই সংখ্যা ৩,৪৭৮ জন ছিল।