অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি


 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা’-এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৬ জুলাই) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনদিনের এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা উত্তর সিটি ইউনিট ২৯ জুলাই এবং ঢাকা দক্ষিণ সিটি ইউনিট ৩০ জুলাই বিক্ষোভ করবে। এসময় অন্য সকল মেট্রোপলিটন শহরে এই কর্মসূচি পালন করা হবে। এছাড়া, বিএনপির সকল জেলা ইউনিট ৩১ জুলাই একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সোমবার (২৫ জুলাই) বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

XS
SM
MD
LG