যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে মঙ্গলবার রাশিয়ার একটি আদালতে মাদক বহনের অভিযোগে বিচারের জন্য পঞ্চমবার শুনানির জন্য হাজির করা হয়। অভিযুক্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মস্কোর একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।
যুক্তরাষ্ট্র সোমবার মিয়ানমারের চার রাজনৈতিক কর্মী ও নির্বাচিত কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, “সব বিকল্পই বিবেচনায় রয়েছে।” এর মধ্যে রয়েছে জান্তা সহিংসতার জন্য যে রাজস্ব ব্যবহার করে তা বন্ধ করার জন্য অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসক সোমবার জানিয়েছেন যে প্রেসিডেন্টের কোভিড উপসর্গ “প্রায় পুরোপুরি চলে গিয়েছে।” বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া পর থেকে প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আলাদা রাখা হয়েছে।