অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বাস্কেটবল তারকা গ্রাইনারের বিচার পুনরায় শুরু করেছে


ডব্লিউএনবিএ তারকা, দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ব্রিটনি গ্রাইনার মস্কোর ঠিক বাইরে খিমকি জেলা আদালতে শুনানির আগে আদালত কক্ষে দাঁড়িয়ে আছেন। ১৫ জুলাই, ২০২২। ফাইল ছবি।
ডব্লিউএনবিএ তারকা, দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ব্রিটনি গ্রাইনার মস্কোর ঠিক বাইরে খিমকি জেলা আদালতে শুনানির আগে আদালত কক্ষে দাঁড়িয়ে আছেন। ১৫ জুলাই, ২০২২। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারের বিচার মঙ্গলবার রাশিয়ার একটি আদালতে আবার শুরু হয়েছে।

ফেব্রুয়ারিতে মস্কো বিমানবন্দরে গ্রেপ্তার হবার সময় তার সাথে মাদকদ্রব্য রাখার অভিযোগের মুখোমুখি হচ্ছেন ব্রিটনি গ্রাইনার। তিনি এর আগের ট্রায়াল সেশনে স্বীকার করেন যে, তিনি গাঁজার তেলের ভ্যাপ ক্যানিস্টার বহন করেছিলেন, কিন্তু তার কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ব্রিটনি গ্রাইনারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের একটি চিকিৎসা কেন্দ্র ব্রিটনি গ্রাইনারকে গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে- তার আইনজীবীরা আলাদতে এ সংক্রান্ত নথিপত্র সরবরাহ করেছিলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক ব্রিটনি গ্রাইনারের এ ধরনের যুক্তি প্রত্যাখান করেছে। গত সপ্তাহে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের আইন রাশিয়ায় প্রযোজ্য নয় এবং রাশিয়ার আইনকে অবশ্যই সম্মান করতে হবে।

দোষী সাব্যস্ত হলে ব্রিটনি গ্রাইনারের ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG