ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা রাশিয়ার গ্যাস সরবরাহের উপর নির্ভরতা কমাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৫% হ্রাস করার ব্যাপারে মঙ্গলবার একটি পরিকল্পনা অনুমোদন করেছেন।
চুক্তিটি মার্চ থেকে আগষ্টের মধ্যে স্বেচ্ছায় হ্রাস কর্মসূচীর সাথে জড়িত এবং সদস্য দেশগুলিকে আসন্ন শীতের আগেই তাদের সরবরাহ মজুত করার ব্যাপারটি নিশ্চিত করবে।
জরুরী অবস্থার ক্ষেত্রে, ইইউ এই সীমিতকরণ বাধ্যতামূলক করতে পারে, যেহেতু চুক্তিটি সম্পন্ন করার জন্য কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া এ ব্যাপারে সমঝোতা হয়েছিল।
ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়া ইইউ-তে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে এমন সম্ভাবনাই এই চুক্তিটিকে এগিয়ে আনে।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এনার্জি কর্পোরেশন গাজপ্রম জানিয়েছে, এই বুধবার থেকে ইউরোপে জ্বালানি সরবরাহ কমিয়ে আনা হবে।
গ্যাজপ্রম নর্ড স্ট্রিম পাইপলাইন মেরামতের জন্যই এই ঘাটতি হচ্ছে বলে জানালেও ইইউ কর্মকর্তারা বলেছেন যে এই পদক্ষেপগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই রিপোর্টের কিছু তথ্য এএফপি এবং রয়টার থেকে নেয়া হয়েছে।