অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪


ফিলিপাইনের পার্বত্য প্রদেশ বাউকোতে ভূমিকম্পের সময় একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরের বোল্ডার ভেঙ্গে পড়ে। ২৭ জুলাই ২০২২।
ফিলিপাইনের পার্বত্য প্রদেশ বাউকোতে ভূমিকম্পের সময় একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরের বোল্ডার ভেঙ্গে পড়ে। ২৭ জুলাই ২০২২।

ফিলিপাইনের উত্তরাঞ্চলে বুধবার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে চারজন নিহত হয়েছে।

যুক্ত্ররাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লুজন দ্বীপের আব্রা প্রদেশ। এটি প্রায় ১০ কিলোমিটার গভীর ছিল।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৪৪ জন আহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, আব্রা প্রদেশে কয়েক ডজন ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্রার ভাইস গভর্নর জয় বার্নোসের ফেসবুক একাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা ও কর্মীরা একটি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন। ভবনের সামনে একটি গর্তও রয়েছে।

ভূমিকম্পের শকওয়েভগুলি রাজধানী ম্যানিলা থেকে অনেক দূর পর্যন্ত অনুভূত হয়, যা এপিসেন্টার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ভূমিকম্পটি 'খুবই শক্তিশালী' ছিল এবং এর ফলে তার কার্যালয়ের ঝাড়বাতিগুলো নড়বড়ে হয়ে গেছে। প্রেসিডেন্ট মার্কোস বলেন, তিনি বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখার জন্য আবরাস প্রদেশে যাবেন।

দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জটি সিসমিকভাবে সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার" অঞ্চলে অবস্থিত, যা আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ফল্ট লাইনগুলির একটি ব্যান্ড যা প্রশান্ত মহাসাগরের একটি বড় অঞ্চল জুড়ে রয়েছে।

ফিলিপাইন প্রতি বছর গড়ে প্রায় ২০টি ঝড় ও টাইফুনের কবলে পড়ে, যা এটিকে বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর একটিতে পরিণত করছে।

প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG