বুধবার একটি ইউরোপীয় আদালত ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারকারী আরটি ফ্রান্সের একটি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে।
লুক্সেমবার্গের ইউরোপীয় বিচারিক আদালত বলেছে, ইইউর আরটি ফ্রান্সের কার্যক্রম স্থগিত করার ক্ষমতা রয়েছে এবং ইইউ-এর পদক্ষেপগুলো মত প্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে না।
ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেছেন যে রাশিয়া “আমাদের দেশে প্রচারিত পশ্চিমা গণমাধ্যমের ওপর একই ধরনের চাপের প্রয়োগ করবে ।”
মার্চ মাসে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করে আরটি ইংলিশ, আরটি ইউকে, আরটি জার্মানি, আরটি ফ্রান্স এবং আরটি স্প্যানিশের কার্যক্রম স্থগিত করে।
ইইউ বলেছে, “ইউক্রেনে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং রুশ ফেডারেশন ও এর সংশ্লিষ্ট আউটলেটগুলো ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বিভ্রান্তি এবং তথ্য হেরফের সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা বন্ধ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা স্থায়ী হবে।”
এ প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।