অ্যাকসেসিবিলিটি লিংক

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো: নিগার সুলতানা জ্যোতি


ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে প্রথম রাউন্ডে নারীদের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বাংলাদেশের নিগার সুলতানা জোতি রান সংগ্রহ করছেন। (ছবি সানকা বিদানাগামা / এএফপি)
২০২৪ সালে, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। নিজেদের কন্ডিশনে বিশ্বকাপ জিততে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার (২৬ জুলাই) বার্মিংহামে আইসিসির বোর্ড সভায়, বাংলাদেশ ২০২৪ সালে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

এর আগে, ২০১৪ সালে বাংলাদেশ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।

নিগার সুলতানা জ্যোতি বুধবার (২৭ জুলাই) সাংবাদিকদের বলেন, “আমি সত্যিই আনন্দিত, আমি জানি না কী হবে, তবে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমরা নিজের দেশের দর্শকদের সামনে খেলব; এটি অবশ্যই আমাদের ভালো করতে অনুপ্রাণিত করবে।”

বর্তমানে, নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন। ২০১৮ সালে তারা ভারতকে হারিয়ে এশিয়া কাপে তাদের প্রথম শিরোপা জিতেছে। যা এখন পর্যন্ত নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

XS
SM
MD
LG