করোনাকালে, বাংলাদেশের শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণ করতে, পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই পরিকল্পনা এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এ কথা জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমে যারা জড়িত, তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সপ্তাহে মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের পর, এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।”