বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “নতুন শিক্ষানীতি শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে সক্রিয় শিখন পদ্ধতিতে লেখাপড়া শিখবে। এ জন্য পাঠ্যপুস্তক আকর্ষণীয় করে তোলা হয়েছে। শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মনোনিবেশের পাশাপাশি, সংবেদনশীল, সৌন্দর্যবোধ ও মানবিকতা সম্পন্ন মানুষ হবে; সেটাই শিক্ষানীতির লক্ষ্য।”
শনিবার (৩০ জুলাই) বেলা এগারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়ন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত ৮ম জেইউএসসি গণিত অলিম্পিয়াড-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, “অনলাইন শিক্ষা কার্যক্রমের ফলে, মহামারি করোনাকালে শিক্ষার্থীরা লেখাপড়ার মধ্যে ছিল। এ জন্য সেশনজটের আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব হয়েছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.নূরুল আলমর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গত ১ জুলাই এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।