হারারে স্পোর্টস ক্লাবে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সাত উইকেটের সহজ জয়ের মধ্য দিয়ে, রবিবার (৩১ জুলাই) সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। তৃতীয় ও ফাইনাল ম্যাচ আগামী ২ আগস্ট একই ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৭ রানে জিতে সিরিজের লিড নেয়। সিরিজ জেতার জন্য, বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ জেতা দরকার ছিল।
এই ম্যাচে অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন রেকর্ড ৫ উইকেট নিয়েছেন। এছাড়া, ১৩৫ রান তাড়া করতে নেমে হাতে ৭ উইকেট থাকতে ১৭ ওভার ৩ বলেই কাঙ্খিত জয় পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচে, লিটন দাস একটি ফিফটি করেন এবং আফিফ হোসেন ও নাজমুল হোসাইন শান্ত অপরাজিত ছিলেন।
এর আগে, টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম বলেই মোসাদ্দেকের বলে, ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে, শূন্য রানে সাজঘরে ফেরেন রেজিস চাকাভা।
চাকাভার পর, মোসাদ্দেক ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস এবং মিল্টন শুম্বাকে একে একে সাজঘরে পাঠান। এদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি।
সবশেষে, জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে।
এই ম্যাচে মোসাদ্দেক তার ক্যারিয়ারে, এই ফরম্যাটে রেকর্ড ২০ রানে ৫ উইকেট নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে, টি-টুয়েন্টিতে ৫ উইকেট শিকারি ক্রিকেটারদের দলে নাম লেখালেন।
এমন পরিস্থিতিতে, শক্ত হাতে দলের ভার নেন সিকান্দার রাজা। মোস্তাফিজুরের বলে ফিরে যাওয়ার আগে, তিনি ৫৩ বলে ৬২ রান করেন। রায়ান বার্ল দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
এটি নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম জয়। সোহাস সম্প্রতি টি-টুয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের স্থলাভিষিক্ত হয়েছেন।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পর, ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচেই হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।