অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে গরম এবং বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে


৩০ শে জুলাই, ২০২২ সালে ক্লামাথ ন্যাশনাল ফরেস্ট, ক্যালিফোর্নিয়ায় ম্যাককিনি দাবানল চলাকালীন হাইওয়ে ৯৬ বরাবর একটি অগ্নিনির্বাপক গাড়ি ছুটে যাচ্ছে।
৩০ শে জুলাই, ২০২২ সালে ক্লামাথ ন্যাশনাল ফরেস্ট, ক্যালিফোর্নিয়ায় ম্যাককিনি দাবানল চলাকালীন হাইওয়ে ৯৬ বরাবর একটি অগ্নিনির্বাপক গাড়ি ছুটে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়া এবং মন্টানায় দাবানল তীব্র গরম আর বাতাসে রাতারাতি বিশালাকারে দ্রুত ছড়িয়ে পড়লে শনিবার বাধ্য হয়ে ১০০ টিরও বেশি বাড়ি খালি করার নির্দেশ দেয়া হয়। ওদিকে আইডাহো-তে দাবানল বাড়ছে।

ক্যালিফোর্নিয়ার ক্লামাথ ন্যাশনাল ফরেস্টে, শুক্রবার থেকে শুরু হয়ে ম্যাককিনির আগুন শনিবারের মধ্যে এক বর্গ কিলোমিটার থেকে 160 বর্গ কিলোমিটা্রেরও বেশি ছড়িয়ে গিয়ে ওরেগন স্টেট লাইনের কাছাকাছি চলে যায়, যা মুলত একটি গ্রামীণ অঞ্চল।

"এটি এই অঞ্চলের অনিয়মিত বাতাস এবং বজ্রপাতের সাথে বাড়তে থাকে এবং আমরা এখন তিন অঙ্কের তাপমাত্রায় আছি," ক্লামাথ ন্যাশনাল ফরেস্টের মুখপাত্র ক্যারোলিন কুইন্টানিলা বলেন।

এদিকে মন্টানায় এলমো দাবানলের আকার প্রায় তিনগুণ বেড়ে প্রায় ২৮ বর্গ কিলোমিটারে পৌঁছেছে। দক্ষিণ দিকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে, আইডাহোর অধিবাসীদের বাড়ি ঘর খালি করার নির্দেশ এখনো জারি রয়েছে।

"আমরা পুরো এলাকার বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলছি," ক্যালিফোর্নিয়ার সিস্কিইউ কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র কোর্টনি ক্রেইডার বলেন।

ওরেগন রাজ্যের প্রতিনিধি ড্যাসিয়া গ্রেবার, যিনি ক্যালিফোর্নিয়া স্টেট লাইনের ফায়ার সার্ভিসেও কাজ করেন, বলেন, এটা তার দেখা সবচেয়ে খারাপ ধরনের দাবানল। তিনি তার স্বামীর সাথে ক্যাম্পিংয়ে থাকাকালীন প্রায় ১৬ কিলোমিটার দূর থেকে তিনি এটি দেখতে পান।

পশ্চিম মন্টানায় বায়ুতাড়িত এলমো আগুনটির কারণে বাড়িঘর এবং গবাদি পশু সরিয়ে নেয়া হয়। আইডাহোতে অবস্থিত ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের মতে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক মাস সময় লাগবে।

XS
SM
MD
LG