ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্য রফতানি সোমবার পুনরায় চালু হয়েছে।
রাজোনি নামের সিয়েরা লিওনের এক জাহাজ সর্বপ্রথম বন্দর ছেড়ে যায়। জাহাজটি লেবাননের উদ্দেশ্যে ভুট্টার চালান নিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানায় যে, অনির্ধারিত অন্যান্য জাহাজও ইউক্রেন ছেড়ে যাবে।
বৈশ্বিক খাদ্য সংকটের মধ্যে শস্য রফতানি পুনরায় চালু করতে জুলাইয়ের শেষ দিকে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। জাতিসংঘ বলছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে খাদ্য সংকটের আরও অবনতি হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা ওডেসা থেকে রফতানি পুনরায় চালু হওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এক টুইট বার্তায় কুলেবা লেখেন, “বিশ্বের জন্য এটি পরিত্রাণের দিন, বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া, এবং আফ্রিকায় আমাদের বন্ধুদের জন্য, যখন কিনা কয়েক মাসব্যাপী রুশ অবরোধের পর ওডেসা থেকে প্রথমবারের মত ইউক্রেনের শস্য যাচ্ছে। ইউক্রেন সবসময়ই একটি নির্ভরযোগ্য সহযোগী ছিল এবং তাই থাকবে, যদি রাশিয়া চুক্তিতে থাকা তাদের দায়িত্ব পালন করে।”
ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন যে, প্রথম জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার ঘটনাটি “খুবই ইতিবাচক”।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস-এর এক মুখপাত্র বলেন, বিশ্ব বাজারে শস্য পৌঁছনো নিশ্চিত করা “মানবতার জন্য অত্যাবশ্যক”।
স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, “মহাসচিব আশা করছেন যে, স্বাক্ষরিত উদ্যোগ অনুযায়ী, অনেকগুলো বাণিজ্যিক জাহাজের মধ্যে মাত্র প্রথম জাহাজ এটি, এবং এটি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অতিপ্রয়োজনীয় স্থিতিশীলতা ও ত্রাণের ব্যবস্থা করবে, বিশেষ করে মানবতার সবচেয়ে ভঙ্গুর ক্ষেত্রগুলোতে।”
ডুজারিক আরও জানান যে, জাতিসংঘের ভাড়া করা জাহাজে বহন করে নিয়ে যাওয়ার জন্য ইউক্রেন থেকে ৩০,০০০ মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি।