অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত


আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। (ফাইল ছবি)
আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। (ফাইল ছবি)

গত সপ্তাহান্তে আফগানিস্তানে আল-কায়েদার অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র একটি "গুরুত্বপূর্ণ" এবং বিরল সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে বলে, সোমবার যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

বিস্তারিত আর কিছু না জানিয়ে ওই কর্মকর্তা বলেছেন, "অপারেশন সফল হয়েছে এবং এতে কোনও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি"।

সূত্র জানায়, হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সহকারী এবং বর্তমানে আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়। তারা ২০০১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে তাদের অভয়ারণ্য থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিচালনা করেছিল।

কাবুলে তালিবান শাসকরা রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক ভবনে আমেরিকার একটি ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন হামলা চালিয়েছে বলে স্বীকার করার এক ঘণ্টারও বেশি সময় পরে এই নিশ্চিতকরণ খবরটি পাওয়া যায়।

XS
SM
MD
LG