অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকা শৃঙ্গ অঞ্চল নজিরবিহীন খাদ্য ও স্বাস্থ্য সংকটের সম্মুখীন


ইথিওপিয়ার সোমালি অঞ্চলে আদালে জেলায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য একটি শিবিরে লোকজন ত্রাণ শস্যের ব্যাগ বহন করছে। সৌজন্যেঃ ক্লেয়ার নেভিল/ বিশ্ব খাদ্য সংস্থা। ফাইল ছবি।
ইথিওপিয়ার সোমালি অঞ্চলে আদালে জেলায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য একটি শিবিরে লোকজন ত্রাণ শস্যের ব্যাগ বহন করছে। সৌজন্যেঃ ক্লেয়ার নেভিল/ বিশ্ব খাদ্য সংস্থা। ফাইল ছবি।

বিশ্ব খাদ্য সংস্থা জরুরিভাবে আফ্রিকার শৃঙ্গ বলে পরিচিত অঞ্চলে নজিরবিহীন খাদ্য ও স্বাস্থ্য সংকটের সম্মুখীন লাখ লাখ মানুষের জন্য জরুরি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১২ কোটি ৩৭ লাখ ডলারের জন্য আবেদন করছে।

জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো জানিয়েছে যে, আফ্রিকা শৃঙ্গের বৃহত্তর অঞ্চলে আফ্রিকার ৮ কোটিরও বেশি মানুষ চরম ক্ষুধার সম্মুখীন যা কয়েক দশকে দেখা যায়নি। ইতোমধ্যে সোমালিয়া, ইথিওপিয়া এবং কেনিয়া জুড়ে ২ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে। এর মধ্যে অর্ধেক হচ্ছে শিশু।


জরুরি প্রতিক্রিয়ার জন্য ডব্লিউএইচওর সহকারি মহাপরিচালক ইব্রাহিমা সোস ফল বলেছেন, খাদ্য নিরাপত্তাহীনতার এই তীব্র সংকট এই অঞ্চলে স্বাস্থ্য সংকটেরও সূত্রপাত করেছে। তিনি বলেন, অপুষ্টি বাড়ছে এবং হাম ও কলেরাসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

ফল বলেছেন, ডব্লিউএইচও-এর মাল্টি-মিলিয়ন ডলারের আবেদন ক্ষতিগ্রস্ত এই সাতটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা দানের জন্য ব্যবহৃত হবেঃ জিবুতি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান এবং উগান্ডা।

তিনি বলছেন, আবেদনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, গুরুতরভাবে অপুষ্টিতে ভুগছে এমন অসুস্থ শিশুরা যেন প্রয়োজনীয় যত্ন পায় তা নিশ্চিত করা।

ফল বলেন, ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সম্পদ হ্রাসের পরিমাণ আরও তীব্র হয়ে উঠেছে। তবে তিনি বলেছেন যে, আন্তর্জাতিক দাতাদের কেবল ইউক্রেনের সংকটের জন্য অর্থায়ন করা আর আফ্রিকাতে ক্ষুধা ও রোগে মানুষ মারা যাওয়ার মতো ব্যাপারগুলো রোধ করার জন্য নিষ্ক্রিয় থাকা উচিত নয়।

XS
SM
MD
LG