যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার তাইওয়ান ত্যাগ করেছেন। পেলোসি বলেন, তার প্রতিনিধি দলের আইন প্রণেতারা তাইওয়ান সফর করছেন এটি "দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের অঙ্গীকার থেকে সরে আসব না।" পেলোসির এই সফরের তীব্র বিরোধিতা করেছে চীন।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাশিয়ান অভিজাতদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যার মধ্যে কিছু ধনকুবের এবং এক সময়ের অলিম্পিকে ছন্দময় জিমন্যাস্টিকস চ্যাম্পিয়ন আলিনা কাবায়েভাও রয়েছেন।তাকে প্রায়ই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেমিক এবং তার চার সন্তানের মা হিসাবে সংবাদে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন বুধবার ইন্দোনেশিয়ায় দুই দেশের মধ্যকার সবচাইতে বড় যৌথ সামরিক মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি “স্বাধীন এবং উন্মুক্ত" ইন্দো-প্যাসিফিক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।