আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার বলেন, স্বশাসিত দ্বীপে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকারের সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক। কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে ব্লিংকেন এ কথা বলেন।
রাশিয়ার একটি আদালত বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মাদকের অপরাধে নয় বছরের কারাদন্ডে দন্ডিত করার একদিন পর শুক্রবার রাশিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে, তারা বন্দি বিনিময় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
চ্যারিটির উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য শিকাগো রিভারে বৃহস্পতিবার ৭৫ হাজারের বেশি রাবারের হাঁস ভাসিয়ে দেয়া হয়। স্পেশাল অলিম্পিকস শিকাগো আয়োজিত এই বার্ষিক অনুষ্টানে এই বছর তারা ৭৫ হাজার ৫টি রাবার হাঁস পানিতে ছেড়ে তা থেকে প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার ডলার সংগ্রহ করেছে।