অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইসরাইলের হামলা, প্রতিশোধ নেয়ার সংকল্প ইসলামিক জিহাদের


গাজা শহরে হামলার সময় নিহত হওয়ার পর একটি ফিলিস্তিনি মেয়ের লাশ একটি হাসপাতালে দেখা যায়। ৫ আগস্ট, ২০২২।

শুক্রবার ইসরাইলি বাহিনী গাজায় এমন লক্ষ্যবস্তুর উপর বোমাবর্ষণ করেছে যাকে তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সাথে যুক্ত বলে দাবি করে। এই আক্রমণে একজন কমান্ডার নিহত হয়েছে ।জঙ্গি গোষ্ঠী এই ঘটনার প্রতিশোধ নেয়ার সংকল্প ব্যক্ত করেছে। তারা বলেছে এর পাল্টা জবাব হিসেবে তারা তেল আবিবকে আঘাত করতে পারে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এই সপ্তাহে ফিলিস্তিনি জঙ্গি নেতাকে গ্রেপ্তারের ফলে কয়েকদিন ধরে উত্তেজনা বৃদ্ধির পর এই হামলায় ৫ বছরের শিশুসহ অন্তত ৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা বলেছেন, আন্দোলনের একজন জ্যেষ্ঠ কমান্ডার তাইসির আল-জাবারি এই হামলায় নিহত হয়েছেন। এই হামলায় ঘনবসতিপূর্ণ এলাকার চারপাশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল।

এই সপ্তাহের শুরুর দিকে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসরাইল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ দলের একজন জ্যেষ্ঠ নেতা বাসাম আল-সাদিকে গ্রেপ্তার করার পর এই হামলা হয়।

ইরানপন্থী লেবানিজ চ্যানেল আল মায়াদিন টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল-নাখালা হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন।

গাজা একটি সংকীর্ণ ভূমি যেখানে প্রায় ২৩ লাখ মানুষ ৩৬৫ বর্গ কিলোমিটার (১৪০ বর্গ মাইল) আয়তনের এলাকায় বাস করে। ২০০৭ সালে হামাস এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এটি ক্রমাগত সংঘাতের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে ।

২০০৯ সাল থেকে ইসরাইল গাজার সাথে ৫টি বার সংঘাতে লিপ্ত হয়েছে। সর্বসাম্প্রতিক ১১ দিনের একটি যুদ্ধ সংঘটিত হয় ২০২১ সালের মে মাসে, যখন হামাস ইসরাইলে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছিল এবং ইসরাইল বিমান হামলার মাধ্যমে এলাকাটিতে আঘাত হানে।

XS
SM
MD
LG