টেক্সাসের একটি জুরি শুক্রবার ইনফোওয়ার্সের অ্যালেক্স জোন্সকে ২০১২ সালের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল গণহত্যায় নিহত প্রথম শ্রেণির শিক্ষার্থীর পিতামাতাকে মোট ৪ কোটি ৯৩ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ষড়যন্ত্র তত্ত্ববিদ এই হামলার ঘটনাকে মিথ্যাভাবে মার্কিন বন্দুক আইন কঠোর করার জন্য সরকার কর্তৃক পরিকল্পিত একটি প্রতারণা বলে অভিহিত করেছিলেন।
এই অর্থের পরিমাণ নিল হেসলিন এবং স্কারলেট লুইসের চাওয়া ১৫ কোটি ডলারের চেয়ে কম। তাদের ৬ বছর বয়সী ছেলে জেসি লুইস যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্রেণীকক্ষে প্রাণনাশী গুলি বর্ষণে্র এই ঘটনায় নিহত ২০ জন শিশু এবং ছয় জন শিক্ষাবিদের মধ্যে ছিল। ২০১২ সালে কানেটিকাটের নিউটাউনে হামলার বিষয়ে মিথ্যা রটনার জন্য জোন্সকে প্রথমবারের মতো আর্থিকভাবে দায়ী করা হয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে, জোন্স সাক্ষ্য দিয়েছিলেন যে ২০ লক্ষ ডলারের ওপরে যে কোনও পুরস্কার "আমাদের ডুবিয়ে দেবে।" তার কোম্পানি ফ্রি স্পিচ সিস্টেমস, যা ইনফোওয়ার্সের মূল সংস্থা, বিচারের প্রথম সপ্তাহে দেউলিয়া হওয়া থেকে সুরক্ষার জন্য আবেদন করেছিল।
ঐ নিহত শিশুর বাবা-মার কৌশুলি ওয়েসলি বল জুরিকে বলেন,"আপনারা এই লোকটিকে আবার কখনও এটি করা থেকে বিরত রাখার ক্ষমতা রাখেন, যারা একই কাজ করতে চায় তাদের কাছে বার্তা প্রেরণ করুন: মিথ্যা বাক স্বাধীনতার জন্য অর্থ প্রদান করতে হবে"।
কিন্তু জোন্সের আইনজীবীরা বলেছেন যে তাদের মক্কেল ইতোমধ্যে তার শিক্ষা পেয়ে গেছেন এবং তারা ছাড়ের জন্য অনুরোধ করেছেন। অ্যাটর্নি আন্দিনো রেইনাল জুরির শাস্তি ৩০০,০০০ ডলারেরও কম হওয়া উচিত বলে মনে করেন।
শিশুটির বাবা-মা জুরিদের বলেন, তারা কীভাবে এক দশক ধরে এই শোকাঘাত সহ্য করেছেন প্রথমত তাদের ছেলের হত্যার কারণে এবং তারপর তাদের বাড়িতে গুলি চালানো হয়েছে, অন লাইন ও ফোনে হুমকি দেওয়া হয়েছে এবং অপরিচিত লোকজন দ্বারা তারা হয়রানির সম্মুখীন হয়েছেন।