অ্যাকসেসিবিলিটি লিংক

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বিভিওআরভিএমএ


সয়াবিন তেল। (ফাইল ছবি)
সয়াবিন তেল। (ফাইল ছবি)

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)।

গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এই প্রস্তাব দেয় বিভিওআরভিএমএ। প্রস্তাবে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন লিটার প্রতি ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।

ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান বলেন, “আগে যখন ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে, তখন ডলারের দাম বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্ববাজারে দাম যতটা কমেছে বাংলাদেশে সে অনুযায়ী দাম কমেনি।”

“এখন প্রস্তাবটি পর্যালোচনা করা যেতে পারে। তবে মনে রাখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ চাপের মধ্যে রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ায় চাপ আরও বাড়বে;” জানান ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান।

XS
SM
MD
LG