অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে নিম্নচাপ: আড়াই ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে সুন্দরবনে


বঙ্গোপসাগরে নিম্নচাপ: আড়াই ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে সুন্দরবনে
বঙ্গোপসাগরে নিম্নচাপ: আড়াই ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে সুন্দরবনে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে, বাংলাদেশের উপকূলীয় নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় অর্ধশতাধিক ট্রলারের পাঁচ শতাধিক জেলে সুন্দরবনের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বাগেরহাট শহরে বাজারের বিভিন্ন সড়কে উঠে গেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাগেরহাটের সুপারিপট্টি, কাঁচাবাজারসহ বিভিন্ন সড়কে জোয়ারের পানি উঠছে। নদী পাড়ের বাসিন্দাদের অনেকের বাড়িঘরে পানি উঠেছে।

সোমবার (৮ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বাগেরহাটে গড়ে ছয় দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, “বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে আড়াই ফুট বেশি উচ্চতায় সুন্দরবনের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সাগরে মাছ ধরেতে যাওয়া পাঁচশতাধিক জেলে সুন্দরবনের দুবলারচর, আলোরকোল এবং বেদাখালী খালে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।”

XS
SM
MD
LG