বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশের নাগরিক তানাজ্জীনা কোরেশিকে সম্মানসূচক মেম্বার অব মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার (এমবিই) এবং লিনুস প্রদীপ গোমসকে ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) পুরস্কার প্রদান করেছেন ।
সোমবার (৮ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
তানাজ্জীনা কোরেশি বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগে তার অসামান্য অবদানের জন্য এই সম্মানে ভূষিত হন। বাংলাদেশে অবস্থানরত যে সকল ব্যক্তি যুক্তরাজ্যের পেনশন ও অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য, তাদের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লিনুস প্রদীপ গোমেস বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ৩০ বছরের বেশি সময় ধরে ‘বাটলার’ হিসেবে অসামান্য অবদান রেখেছেন এবং উচ্চ পর্যায়ের সেবা প্রদান করার মাধ্যমে বাসভবনে আগত বহু অতিথির স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছেন ।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, “আমি যুক্তরাজ্যের মহামান্য রানীর পক্ষ থেকে তানাজ্জীনা কোরেশি এবং লিনুস প্রদীপ গোমেসকে এই পুরস্কার প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত।”
তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দৃঢ় করতে এবং বাংলাদেশে যুক্তরাজ্যকে তুলে ধরতে তারা আমাদের উল্লেখযোগ্য দুইজন সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমি তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই এবং মঙ্গল কামনা করি।”