বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি ৬১ সনের এই দিনে, হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমুন্নত রাখতে মহানবী (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন তাঁর পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ কারবালার মরুভূমিতে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।
আশুরা উপলক্ষে বাংরাদেশে মঙ্গলবার (৯ আগস্ট) সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে শিয়া সম্প্রদায়ের সদস্যরা শহরে তাজিয়া মিছিল বের করে। প্রথা অনুযায়ী, পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে প্রধান তাজিয়া মিছিল শুরু হয়। পবিত্র আশুরা নির্বিঘ্নে পালন নিশ্চিত করতে ইমামবাড়া হোসেনী দালানসহ বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আগের বছরগুলোর মতো এবারও, পবিত্র আশুরার অনুষ্ঠানস্থলে ব্যাগ, ধারালো অস্ত্র বা দাহ্য বস্তু বহন করা নিষিদ্ধ করা হয়েছে। নগরবাসীকে আতশবাজি পোড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।