অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীরে ইসরাইলি সেনারা হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে


৯ আগস্ট, ২০২২ তারিখে পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সময় নিহত ইসলাম সাবুহর লাশ বহন করছে ফিলিস্তিনিরা।
৯ আগস্ট, ২০২২ তারিখে পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সময় নিহত ইসলাম সাবুহর লাশ বহন করছে ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে মঙ্গলবার এক গ্রেপ্তার অভিযানের সময় ইসরাইলি সেনারা তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং কয়েক ডজন লোককে আহত করেছে।

ইসরাইল ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর মধ্যে তিন দিন ধরে চলা যুদ্ধ বিরতি শেষ হওয়ার একদিন পর এই গোলাগুলির ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে ১৬ জন শিশু ও চারজন নারীসহ কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩১১ জন আহত হয়েছেন।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ইব্রাহিম আল-নাবুলসির বাড়িটি ঘিরে ফেলে। যাকে এই বছরের শুরুর দিকে পশ্চিম তীরে একের পর এক গোলাগুলির জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তারা নিশ্চিত করেছে যে আল-নাবুলসি এবং আরও একজন ফিলিস্তিনি জঙ্গি ঘটনাস্থলে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং সৈন্যরা তার বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক পেয়েছে।

এই বছরের শুরুর দিকে ইসরাইলিদের লক্ষ্য করে একের পর এক প্রাণঘাতী হামলার পর ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী, সর্বাগ্রে ইসলামী জিহাদের বিরুদ্ধে দমন-পীড়নের অংশ হিসেবে ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে প্রায় রাতভর গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে, যার ফলে ১৯ জন নিহত হয়েছে। এসব গ্রেপ্তার অভিযানে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়।

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ইসরাইলি নিরাপত্তা কর্মীদের সহযোগিতার প্রশংসা করে বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আপোষহীন সংগ্রামের আরেকটি পদক্ষেপ ছিল আল-নাবুলসির হত্যাকাণ্ড।"

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু আরদেনেহ সতর্ক করে দিয়ে বলেছেন, অব্যাহত সহিংসতা এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও উস্কে দিতে পারে । নভেম্বরের সংসদীয় নির্বাচনের আগে অভ্যন্তরীণ রাজনৈতিক রাজধানী সুরক্ষিত করার জন্য ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের রক্ত ঝরানোর অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই ইসরাইলের পশ্চিম তীরের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং কয়েক দশক ধরে চলা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি বাধা বলে মনে করে।

XS
SM
MD
LG