অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:25 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড ও সুইডেনের নেটোতে যোগদানকে স্বাগত জানিয়েছেন এবং আমেরিকার পক্ষে অনুমোদনে স্বাক্ষর করেছেন। এই অন্তর্ভুক্তি ১৯৯০ দশকের পর সামরিক জোটের সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণ। এই জোট ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করছে।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সহকর্মীরা মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে এফবিআই-এর তল্লাশির কঠোর সামালোচনা করে এর ব্যাখ্যা দাবি করেছেন। সেখানে এজেন্টরা সেই সরকারি গোপন নথিগুলির সন্ধান করছেন যা ২০২১ সালের জানুয়ারি মাসে ট্রাম্পের প্রেসিডেন্সি শেষে হোয়াইট হাউস থেকে তিনি নিয়ে এসেছেন বলে বলা হচ্ছে।

নিউ মেক্সিকোর অ্যালবাকার্কি শহরে দুই মুসলমান ব্যক্তিকে হত্যার দায়ে আফগানিস্তান থেকে আসা ৫১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ সৈয়দ আরও দু'জনের হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঐ হত্যাকাণ্ড দেশব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতির সঞ্চার করেছে।

XS
SM
MD
LG