অ্যাকসেসিবিলিটি লিংক

ভোলায় ছাত্রদল নেতার মৃত্যু: ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা


 ফাইল ছবি-ভোলায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ
ফাইল ছবি-ভোলায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ
বাংলাদেশের ভোলায়, গত ৩১ জুলাই পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের সময়, পুলিশের গুলিতে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা নূরে আলম নিহত হওয়ার ঘটনায়, ভোলা সদর থানায় ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ আগস্ট) মামলা হয়েছে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আমিরুল বাসেত জানান, “ঐ ছাত্রদল নেতার স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে ভোলা সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত সদর থানার ওসিকে ৮ সেপ্টেম্বর নথি জমা দিতে বলেছেন।”

গত ৩১শে জুলাই পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মারা যান। বিদ্যুৎ খাতে চলমান লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি’র দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে, গত ৩১ জুলাই ভোলার কালীনাথ রায়ের বাজারে বিক্ষোভ করতে গেলে, পুলিশ বাধা দেয়। এর পর সংঘর্ষ শুরু হলে, পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হয় এবং নূরে আলমসহ বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

XS
SM
MD
LG