অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প তার ব্যবসার বিষয়ে চলা তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন


১০ আগস্ট ২০২২ তারিখে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে বের হয়ে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দফতরে যাওয়ার সময়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অ্যাটর্নি জেনারেলের দফতরে এক দেওয়ানি তদন্তে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ট্রাম্প।
১০ আগস্ট ২০২২ তারিখে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে বের হয়ে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দফতরে যাওয়ার সময়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অ্যাটর্নি জেনারেলের দফতরে এক দেওয়ানি তদন্তে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসার পরিচালননীতি বিষয়ে এক দেওয়ানি তদন্তে বুধবার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এ সময়ে তিনি নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করা প্রতিহত করার তার সাংবিধানিক অধিকারটি ব্যবহার করেন।

অনুসন্ধানটির বিরুদ্ধে ট্রাম্প এক লড়াকু অবস্থান গ্রহণ করেন। নিউ ইয়র্ক অঙ্গ রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস অনুসন্ধানটি পরিচালনা করছেন। তদন্তে দেখা হচ্ছে যে, সুবিধাজনক শর্তে ঋণ পেতে ট্রাম্প তার হোটেল, গলফ কোর্স ও অন্যান্য স্থাবর সম্পত্তির মূল্যায়ন কৃত্রিমভাবে বৃদ্ধি এবং একই সময়ে সেগুলোর মূল্য কম দেখিয়ে কর হ্রাস করানোর চেষ্টা করেছিলেন কিনা।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা সকল নাগরিককে দেওয়া অধিকার ও সুবিধা ব্যবহার করে আমি প্রশ্নগুলোর উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছি।” ঐ বিবৃতিতে তিনি জেমসকে “একজন বিশ্বাসঘাতক ও নিয়ন্ত্রণহীন অভিশংসক” হিসেবে ভর্ৎসনা করে বলেন যে জেমস ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসার নীতি অনুসরণ করছেন।

জেমস-এর এক আইনজীবির কয়েক ঘন্টাব্যাপী প্রশ্নের মুখে, ট্রাম্প ৪০০টিরও বেশি প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান বলে ঘটনার বিষয়ে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন। ট্রাম্প বারবার বলেন “আমার উত্তর একই”, এবং নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে তার অধিকারটি প্রয়োগ করেন।

এদিকে, ট্রাম্পের দুই প্রাপ্তবয়স্ক সন্তান, ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প, সাক্ষ্য না দেওয়ার জন্য লড়াই চালালেও শেষ পর্যন্ত তা করতে বাধ্য হন। ট্রাম্পের ঐ দুই সন্তানই ট্রাম্পের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, ট্রাম্প অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে তারা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের তদন্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাদের ভাই, এরিক, এই একই তদন্তে ২০২০ সালের অক্টোবরে ৫০০ বারেরও বেশি সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রাপ্ত অধিকারটি প্রয়োগ করেন। সংবিধানের ঐ সংশোধনীটি সকল নাগরিককে নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে সুরক্ষা দেয়।

XS
SM
MD
LG