অ্যাকসেসিবিলিটি লিংক

নেব্রাস্কায় এক মায়ের বিরুদ্ধে মেয়ের গর্ভপাতে সহযোগিতার অভিযোগ


২০২২ সালের ৪ জুলাই গর্ভপাত অধিকার সমাবেশের সময় নেব্রাস্কা স্টেট ক্যাপিটলের সামনে উপস্থিত বিক্ষোভকারীরা। ৪ জুলাই, ২০২২। ফাইল ছবি।
২০২২ সালের ৪ জুলাই গর্ভপাত অধিকার সমাবেশের সময় নেব্রাস্কা স্টেট ক্যাপিটলের সামনে উপস্থিত বিক্ষোভকারীরা। ৪ জুলাই, ২০২২। ফাইল ছবি।

নেব্রাস্কায় একজন নারীর বিরুদ্ধে তার কিশোরী কন্যাকে ২৪ সপ্তাহে গর্ভপাত করতে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তারা মা-মেয়ের ফেসবুক বার্তা হাতে পান যেখানে দুজনে গর্ভপাতের জন্য ওষুধ ব্যবহার নিয়ে আলোচনা করেছিল এবং পরে ভ্রুণকে পুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছিল।

মামলা পরিচালনাকারী প্রসিকিউটর বলেছেন, তিনি ২০ সপ্তাহের পরে অবৈধভাবে গর্ভপাত করার জন্য প্রথমবারের মতো কাউকে অভিযুক্ত করেছেন; এটি একটি সীমা যা ২০১০ সালে পাস হয়েছিল। উচ্চ আদালত জুনে রো বনাম ওয়েড রায় বাতিল করার আগে যতক্ষণ না গর্ভের বাইরে একটি ভ্রূণ কার্যকর বলে মনে করা হয়, যা কিনা আনুমানিক ২৪ সপ্তাহ, তার আগ পর্যন্ত গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা প্রদান করার জন্য রাজ্যগুলোকে অনুমতি দেয়া নিষিদ্ধ ছিল।

প্রথমে মা ও মেয়ে উভয়েই বলেছিলেন যে, কখন মৃতসন্তান প্রসব হয়েছিল তা তাদের মনে নেই, কিন্তু গোয়েন্দাদের মতে, পরবর্তীতে ফেবুকের বার্তাগুলো দেখে কিশোরীটি তারিখটি নিশ্চিত করে। এরপর গোয়েন্দারা গ্রেপ্তারি পরোয়ানা চান বলে জানান তিনি।

মঙ্গলবার এই বিষয়ে একটি গ্যাগ অর্ডার তুলে নেয়ার পরে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন তথ্য প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুরোধ যেভাবে রক্ষা করেছিল সে সম্পর্কে বিস্তারিত জানান।

ফেসবুক বলেছে, তারা অবৈধ এবং অতিরিক্ত বলে মনে করে এমন অনুরোধগুলোর বিরুদ্ধে লড়াই করবে। তবে তারা বলেছে, গত বছরের দ্বিতীয়ার্ধে যখন সরকার ডেটার জন্য অনুরোধ করেছিল তখন ৫৯ হাজার ৯শ ৯৬ টি অনুরোধের প্রায় ৮৮ শতাংশ ক্ষেত্রে তারা তদন্তকারীদের তথ্য দিয়েছে।

XS
SM
MD
LG