অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের স্বাধীনতার ৭৫ পূর্তি উপলক্ষে ঘরে ঘরে তেরঙা পৌঁছে দেবে ভারতীয় ডাক ব্যবস্থা


ভারতের লখনউতে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির সময় একজন ভারতীয় পুলিশ সদস্য উত্তর প্রদেশ রাজ্যের সংসদ ভবনের সামনে ভারতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন।১১ আগস্ট, ২০২২। (ছবি-এপি/ রাজেশ কুমার সিং)
ভারতের লখনউতে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির সময় একজন ভারতীয় পুলিশ সদস্য উত্তর প্রদেশ রাজ্যের সংসদ ভবনের সামনে ভারতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন।১১ আগস্ট, ২০২২। (ছবি-এপি/ রাজেশ কুমার সিং)

৭৬তম স্বাধীনতা দিবসের আগে নতুন উদ্যোগ নিয়েছে। ঘরে ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেবে ভারতীয় ডাক। ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইটে ২৫ রুপির বিনিময়ে পাওয়া যাবে ভারতের তেরঙা পতাকা। দণ্ড ছাড়া এই এই পতাকা দৈর্ঘ্যে ৩০ ইঞ্চি ও প্রস্থে ২০ ইঞ্চি। যারা এই পতাকা কিনতে চান তারা ই-পোস্টঅফিস পোর্টাল থেকে অর্ডার করতে পারেন। তাছাড়াও, ইচ্ছুক ব্যক্তিরা নিকটবর্তী পোস্ট অফিস থেকেও এই পতাকা কিনতে পারেন।

মঙ্গলবার (৯ আগস্ট), ভারতীয় ডাক ব্যবস্থার তরফ থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে, ‘হর ঘর তেরঙা’ অভিযানের জন্য ঘরে ঘরে জাতীয় পতাকা পৌঁছে দিতে সমস্ত পোস্ট অফিস স্বাধীনতা দিবসের আগে ছুটির দিনেও এই সংক্রান্ত কাজ করবে।

সমস্ত পোস্ট অফিসে জাতীয় পতাকা বিক্রি করার জন্য অন্তত একটি করে কাউন্টার রাখা হবে বলে জানিয়েছে ডাক ব্যবস্থা।

সারা পৃথিবীর মধ্যে ভারতের ডাক ব্যবস্থা সবচেয়ে বড়। ১ লক্ষ ৫৫ হাজার পোস্ট অফিস রয়েছে ভারতে, যার মধ্যে ৮৯ শতাংশই রয়েছে গ্রামাঞ্চলে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে ‘হর ঘর তেরঙা’ অভিযান শুরু করেছেন।

XS
SM
MD
LG