বৃহস্পতিবার লাতভিয়ার সংসদ বেসামরিক নাগরিক এবং জনসমাগমের স্থানকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করায় রাশিয়াকে সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক বলে ঘোষণা করেছে।
সাইমা নামে পরিচিত লাতভিয়ার এক কক্ষবিশিষ্ট সংসদ একটি প্রস্তাব অনুমোদন করেছে যে, রাশিয়া বছরের পর বছর ধরে সন্ত্রাসী শাসন ও সংগঠনকে সমর্থন ও অর্থায়ন করেছে।
সাইমা উদাহরণ হিসেবে ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ১৭-এ গুলি করে সিরিয়ার আসাদ সরকারের প্রতি মস্কোর সমর্থন এবং ২০১৮ সালে ব্রিটিশ গোয়েন্দা এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষ প্রয়োগের ঘটনার কথা উল্লেখ করেছে।
লাতভিয়ার আইনপ্রণেতারা বলেছেন যে রাশিয়া “ইউক্রেনীয় জনগণকে হতাশাগ্রস্ত করার উদ্দেশ্যে দুর্ভোগ এবং ভীতি প্রদর্শনকে হাতিয়ার হিসেবে” ব্যবহার করে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলোকে তারা “সন্ত্রাস এবং রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে রাজনৈতিক লক্ষ্য অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে চিহ্নিত করে এবং একই মত প্রকাশ করার জন্য অন্যান্য সমমনা দেশগুলোকে আহ্বান জানায়।”
তারা ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমকে “জরুরিভাবে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জোরদার ও বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়েছে;পাশাপাশি অন্যান্য ব্যবস্থার মধ্যে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে অবিলম্বে রুশ ফেডারেশন এবং বেলারুশের নাগরিকদের পর্যটক ভিসা প্রদান স্থগিত করার এবং প্রবেশ ভিসা প্রদান সীমিত করার আহ্বান জানিয়েছে।”
রাশিয়া এবং বেলারুশ উভয়ের সাথে লাতভিয়ার অভিন্ন সীমান্ত রয়েছে।
রাশিয়া জোর দিয়ে বলেছে তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করে না, নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ইউক্রেনে রুশ ভাষাভাষীদের সুরক্ষার লক্ষ্যে তাদের এই “বিশেষ সামরিক অভিযান”
রয়টার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা লাতভিয়ার সংসদের এই প্রস্তাবের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স দ্বারা সরবরাহকৃত।