অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:32 0:00

যুক্তরাষ্ট্রে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গ্যাসের দাম গ্যালন প্রতি ৪ ডলারের নিচে নেমেছে। অপরিশোধিত তেলের দাম হ্রাসের প্রেক্ষিতে এই গ্যাসের দাম হ্রাস পেল। জুন মাসে প্রতি ব্যারেলের দাম ১২০ ডলারেরও বেশি ছিল যা এখন ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি নেমে এসেছে।

ওহাইও রাজ্যের হাইওয়ে পেট্রল পুলিশ বৃহস্পতিবার রাতে জানিয়েছে যে সশস্ত্র এক ব্যক্তি বৃহস্পতিবার ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস সিনসিনাটি’ অফিসে প্রবেশের চেষ্টা করে এবং এফবিআই ও ওহাইও স্টেট পেট্রল কর্মকর্তারা তাকে ধাওয়া করলে অচলাবস্থার সৃষ্টি হয় এবং পরে পুলিশ ঐ সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বৃহস্পতিবার জানিয়েছে, করোনাভাইরাসের সংস্পর্শে আসার পর টিকা না নেওয়া ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার সুপারিশ তারা আর করছে না। সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ হয় টিকা নিয়েছে অথবা ইতিমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে অথবা দুটিই হয়েছে।

XS
SM
MD
LG