অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রতিবাদে পথে নামছে বিজেপি, আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক


ভারতের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা কলকাতায় সাম্প্রতিক রাজ্য নিয়োগ দুর্নীতির আরও তদন্ত ও গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) দলের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। (ছবি দিব্যাংশু সরকার / এএফপি)
ভারতের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা কলকাতায় সাম্প্রতিক রাজ্য নিয়োগ দুর্নীতির আরও তদন্ত ও গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) দলের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। (ছবি দিব্যাংশু সরকার / এএফপি)

প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তার পরে অনুব্রত মণ্ডল গ্রেফতার নিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতি উত্তাল। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলা, সবকিছু নিয়েই এবার পথে নামছে রাজ্য বিজেপি। রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আগামী ৭ সেপ্টেম্বর এই অভিযানের কথা ঘোষণা করল গেরুয়া শিবির।

শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির আগামী কর্মসূচির কথা জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, রাজ্যে ঘটে যাওয়া দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন সুকান্ত।

রাজ্যের একের পর এক দুর্নীতি সামনে আসলেও বিজেপিকে এর আগে কোনও বৃহত্তর আন্দোলনে পথে নামতে দেখা যায়নি। বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিজেপি। তবে এবার ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে পথে নামছে তারা।

পার্থ-অনুব্রতর গ্রেফতারির পরেই বঙ্গ বিজেপি নানা কর্মসূচি করতে চলেছে তার ইঙ্গিত আগেই দিয়েছিল রাজ্যে বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বানসাল। শুক্রবার ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে সুকান্ত সেই কথাকেই আরও স্পষ্ট করলেন।

গতকাল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি বিক্ষিপ্ত আন্দোলন শুরু করেছে। সমর্থকেরা সেই থেকে উৎসবের মেজাজে মেতেছে। হয় ঢাক বাজিয়ে নয়, গুড় বাতাসা বিলি করেন সমর্থকেরা।

XS
SM
MD
LG